আজ বাজারে আসছে নতুন ইলিশ

hilsa

১৫ দিন দেশের নদীগুলোতে ইলিশ ধরা বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার রাত থেকে আবারো মাছ ধরা শুরু করেছেন নদী তীরের জেলেরা। আর তাই শুক্রবার রাজধানীসহ দেশের সকল বাজারে উঠবে নতুন ইলিশ।

এদিকে মৎস্য অধিদফতর বলছে, প্রচুর সংখ্যক ইলিশ সাগর থেকে নদীতে উঠে এসেছে। ফলে আগামী দিনগুলোতে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে। এবার ইলিশের আকারও বড়। সাগর থেকে উঠে আসা মাছ বেশি পরিমাণে ধরা পড়লে শনিবার পদ্মা ও মেঘনাসংলগ্ন ইলিশের আড়তগুলোতে মাছের দাম কম হবে বলে মনে করছে পদ্মাসংলগ্ন মাওয়া মৎস্য আড়তের ইলিশ ব্যবসায়ীরা।

ডিম ছাড়ার সুযোগ দেওয়ার জন্য প্রতিবছরের মতো এ বছরও ইলিশ ধরা বন্ধ রাখা হয়েছিল। তবে গত বছরের চেয়ে এবার নিষেধাজ্ঞার সময়সীমা চার দিন বেশি ছিল। গত ২৫ সেপ্টেম্বর থেকে ইলিশ ধরা বন্ধ করা হয়। তবে জেলেরা নিষেধ না মেনে প্রচুর ইলিশ ধরেছে বলে জানা গেছে। ওই সব ইলিশ বিভিন্ন জায়গায় মজুদ করা হয়েছে। আজ রাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সেগুলো বাজারে আসবে।

Leave a comment