যমুনা বিল্ডার্সে চাকরি

jamuna Bilders

দেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা বিল্ডার্স লিমিটেডে জনবল নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: যমুনা বিল্ডার্স লিমিটেড

পদের নাম: ‘ল’ অফিসার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/এলএলবি
অভিজ্ঞতা: ৮-১০ বছর।

যা যা প্রয়োজন: জীবন-বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপিসহ আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক, প্রশাসন ও মানব সম্পদ, যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, প্রগতি সরণী, কুড়িল, বারিধারা, ঢাকা।

আবেদনের শেষ সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে।

জনবল নেবে অপসোনিন ফার্মা

opsonin

‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে জনবল নিয়োগ করবে অপসোনিন ফার্মা লিমিটেড। আগ্রহীরা আগামী ০৯ অক্টোবর সকাল ১০টায় বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে উপস্থিত থাকতে পারেন।

প্রতিষ্ঠানের নাম: অপসোনিন ফার্মা লিমিটেড

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এইচএসসিতে বিজ্ঞান)
বয়স: ৩০ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

উপস্থিতির সময়: ০৯ অক্টোবর সকাল ১০টা
স্থান: নর্দার্ন ইউনিভার্সিটি, ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনের ঠিকানা: হেড অব হিউম্যান রিসোর্সেস, অপসোনিন ফার্মা লিমিটেড, অপসোনিন ভবন, ৩০ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০।

ফ্রী কল করুন দেশে বিদেশে আনলিমিটেড ১ টাকাও লাগবেনা….?

Bigo free call

সুপ্রিয় বন্ধুরা! কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিজয়ের মাসে সবাই কিছু না কিছু নতুন করছেন! তাই আজ আমিও হাজির হলাম নতুন কিছু নিয়ে। হাঁ বন্ধুরা আমি আজ যে টিপস টি দেব, তা দিয়ে আপনারা মোবাইল এবং পিসি থেকে সম্পূর্ণ ফ্রী তে দেশে এবং বিদেশে কল করতে পারবেন। তারপর আবার আনলিমিটেড!! আসলে এইটা একটা ANDROID APP । আপস টার নাম হল BIGO. । আপসটি তে রয়েছে চরম সব সুবিধা!! ত চলুন এক নজরে আপস টির জনম কুণ্ডলী জেনে আসি!!!

১. Bigo হল একটি Android Voip Calling App.

Bigo ব্যবহার করব কেমন করে?

১. Bigo ব্যবহার করতে চাইলে আপনার অবশ্যই একটি Android Device অথবা পিসি থাকতে হবে।

২. আপনার মোবাইল নাম্বার টি দিয়ে একটি Bigo  Account নিবন্ধন করতে হবে।

৩. তারপর নম্বর ডায়াল করে কল দিতে হবে।

কেন Bigo ?

১. Bigo তে চলছে এক চরম অফার! আপনি নিবন্ধন করার সাথে সাথে পেয়ে যাবেন ১১৬০ পয়েন্ট।

২. প্রতি মিনিট এর জন্য ১১ পয়েন্ট কাটা হবে Bangladeshi Number এ।

৩. বিভিন্ন দেশের কল রেট বিভিন্ন, যেমন Chaina এর জন্য প্রতি মিনিট মাত্র ১ পয়েন্ট।

৪. প্রতি বার এর কল এ নাম্বার পরিবর্তন হয়ে যায়।

৫. যাকে কল দিবেন তার BIGO থাকতে হবে না।

৬. প্রতিবারের লগইন এ পেয়ে যাবেন ২০ পয়েন্ট করে।

৭. কোন বন্ধু কে INVITE করলে পেয়ে যাবেন ২০০ পয়েন্ট।

৮. LIBON এর মত কল কথা আটকে যাবে না।

৯. কথা খুবই পরিস্কার ।

১০. Bigo থেকে Bigo তে করতে পারবেন ফ্রী Ultra HD ভিডিও কল।

১১. প্রতি মাসে পেয়ে যাবেন ১১৫২ ক্রেডিট!!!

পিসি তে BIGO!!

Bigo এর কোন পিসি Application নেই। কিন্তু আপনি তা পিসি তেও ব্যবহার করতে পারেন। Bigo পিসি তে ব্যবহার করতে ANDYব্যবহার করুন।

সর্বউচ্চ কোয়ালিটি তে কল করতে ৩জি/৩.৫জি/৪জি/ওয়াইফাই ব্যবহার করুন। ২জি তে Bigo ব্যবহার করে কল আটকে গেলে বা কথা শোনা না গেলে আমি বা Bigo কেউ ই দোষী না কিন্তু!!

– BIGO ডাউনলোড লিঙ্ক – Bigo! Google Play Store Link     

সেরা ৫টি সফটওয়্যারে আপনি কথা বলতে পারবেন ফ্রি সারা পৃথিবীতে…?

আমাদের অনেকেরই পড়িবারের সদস্যরা ব্যবসা, চাকুরী বা পড়াশোনার কাজে বিদেশে থাকে। তাদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম মোবাইল ফোন। কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে ফোন করা একটু খরচের ব্যপার। আর তাই অপেক্ষা করতে হয় প্রিয়জন কখন ফোন করবে।

বর্তমানে হয়তো অনেকেই জানেন, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিদেশে কথা বলা যায়। কিন্তু অনেকেই জানেন না কিভাবে সেটি সম্ভব। আজকে আপনাদের সাথে এমন সেরা ৫টি সফটওয়্যারের পরিচয় করিয়ে দিবো যেগুলো ব্যবহার করে খুব সহজে বিদেশে থাকা প্রিয়জনের সাথে ফ্রি কথা বলতে পারবেন।

Free call

GOOGLE VOICE

হয়তো অনেকেই Google Voice এর ব্যপারে সুনেছেন কিন্তু কিভাবে কাজ করে সেটা জানেন না। গুগল কিছুদিন আগে তাদের জনপ্রিয় “Google Talk” ম্যসেঞ্জারটি বন্ধ করে দেয় ফলে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমি নিজেও খুব হতাশ হয়েছি গুগলের এমন সিধান্তে।

কিন্তু তারমানে এমন না যে, এই সেবাটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গুগল নতুন করে নিয়ে এসেছে “Google hangouts” যেটি ব্যবহার করে আপনি খুব সহজেই বিদেশে থাকা প্রিয়জনের সাথে ফ্রি কথা বলতে পারবেন।

এ জন্য আপনার দরকার হবে শুধু মাত্র একটি জিমেইল অ্যাকাউন্ট। বিস্তারিত আরও জানেত যেতে পারেন এই লিংকে।

SKYPE

নামটা সবারই অতি পরিচিত। বিশ্বজুড়ে ফ্রি কথা বলার অন্যতম জনপ্রিয় সফটওয়্যার হল স্কাইপ। আপনি কম্পিউটার চালান বা স্মার্টফোন, সব ডিভাইসে সমান ভাবে ব্যবহার করতে পারবেন স্কাইপ। বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই প্রি-লোডেড স্কাইপ দেয়া থাকে। দরকার শুধু মাত্র একটি অ্যাকাউন্ট।

অ্যাকাউন্ট ওপেন করাও খুব সহজ, আপনার ফোন বা কম্পিউটারে থাকা স্কাইপ সফটওয়্যারটি ওপেন করুন। এবার সেখানে পছন্দসই একটি নাম দিয়ে ইউজার নেম দিন, এবার মনে থাকবে এমন কোন পাসওয়ার্ড দিন। তারপর নিজের ফোন নাম্বার ও ইমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলুন। ব্যস হয়ে গেলো, কতোই না সোজা।

এবার আপনি যার সাথে কথা বলতে চান তাকে আপনার স্কাইপ অ্যাকাউন্টে অ্যাড করে নিন। কিভাবে? খুব সহজ, আপনার স্কাইপ অ্যাকাউন্টে লগইন করার পরে দেখবেন অ্যাড কন্টাক্ট নামে একটি অপশন দেখাবে। সেখানে ক্লিক করে প্রিয়জনের আইডি দিয়ে অ্যাড করে নিন। বিস্তারিত জানতে যেতে পারেন এই লিংকে।ddd

YAHOO

গুগলের মতো ইয়াহু অনেক আগেই নিয়ে এসেছে কথা বলার ফ্রি ম্যসেঞ্জার। আপনি চাইলে এটি দিয়ে ফ্রি কথা বলতে পারবেন পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে। ইয়াহ অনেকটা গুগলের মতোই কাজ করে।

প্রথমে ম্যসেঞ্জারটি পিসি বা স্মার্টফোনের জন্য ফ্রি ডাউনলোড করুন। এবার সেখানে আপনার ইয়াহু মেইল আইডি দিতে লগইন করুন।

এবার যার সাথে কথা বলতে চান তাকে আপনার কন্টাক্টে অ্যাড করে নিন। ব্যস হয়ে গেলো।

বিস্তারিত আরও জানতে যেতে পারেন এই লিংকে।

FACEBOOK MESSENGER

আমাদের সকলের অতি পরিচিত নাম “Facebook “। বর্তমানে খুব কম মানুষই আছেন যারা স্মার্টফোন ব্যবহার করেন অথচ ফেসবুক চালান না।

“Facebook Messenger” হল অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। আচ্ছা আপনি কি ম্যসেঞ্জার দিয়ে শুধু চ্যাট’ই করেন কোথাও ফোন করেন না? হুম “Facebook Messenger” দিয়ে খুব সহজেই প্রিয়জনের সাথে কথা বলা যায়। কিভাবে? বিস্তারিত আরও জানেত যেতে পারেন এই লিংকে।

আর ম্যসেঞ্জারটি ফ্রি ডাউনলোড করতে যাবেন এখানে-

গুগল অ্যান্ড্রয়েডের জন্য

অ্যাপলের জন্য

ddd

BLACKBERRY MESSENGER (BBM)

এটা মূলত একটি টেক্সট ম্যসেঞ্জার, তবে ফ্রিতে ফোন কল’ও করা যায়। BlackBerry ফোনের সাথে ফিক্সড দেয়া থাকে BlackBerry Messenger (BBM)

আমাদের দেশে সচরাচর BBM কেউ ব্যবহার করে না তবে আপনার যদি আত্মীয় স্বজন বিদেশে থাকে তবে তার সাথে কথা বলতে আপনিও BBM ব্যবহার করতে পারেন। বাইরের দেশে এটি অনেক জনপ্রিয় একটি অ্যাপ।

BBM সম্পর্কে বিস্তারিত আরও জানতে এবং অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে যেতে পারেন এই লিংকে।

এছাড়াও আরও অনেক ম্যসেঞ্জার আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে বিদেশে থাকা প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন।

ঢাকায় নারী বেচাকেনার ভয়ংকর হাটের বাস্তব কাহিনী (ভিডিও)

Woman Market

জামা কাপড়, পশু-পাখি, মাছ, তরকারিসহ অনেক কিছুর হাট বসে সে সম্পর্কে আমাদের কেইউ অজানা নয়। তবে নারী বেচাকেনার হাটের কথা কথনো কি শুনেছেন? হয়তো শুনেন নি, কিন্তু আপনার এ সম্পর্কে জানা না থাকলেও সত্যি বিক্রি হচ্ছে নারী। এসকল বিষয় নিয়ে দেশের প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেল অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে।

এদিকে অবাক করা এই নারী বিক্রির ঘটনা আর কোথাও নয়- খোদ রাজধানী ঢাকা শহরেই বিক্রি হচ্ছে এই তরুনীরা। অল্প বয়সী এই সকল তরুণীদের বিক্রি করে পরবর্তীতে বাধ্য করা হচ্ছে অনৈতিক কর্মকান্ডে। এই তরুণীদের আবদ্ধ ঘরে বন্দি রেখে অথবা শিকলে বেঁধে রেখে পরপুরুষের লালসার শিকার বানানো হচ্ছে দিনের পর দিন।

অনুসন্ধান প্রতিবেদনে প্রকাশ পেয়েছে নারী বেচাকেনার ভয়ংকর হাটের বাস্তব কাহিনীর কথা। যেখানে ময়মনসিংহের তামান্না নামক এক মেয়েকে খুঁজতে বেরিয়ে এসেছে নারী বিক্রির অনেক অজানা তথ্য সম্পর্কে। নানা কৌশলে বিভিন্ন প্রলোভনে গ্রামের দরিদ্র পরিবারের মেয়েদের ঢাকায় নিয়ে এসে বেঁচে দেয়া হচ্ছে, আর এরপর এদের দিয়ে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হচ্ছে।

এছাড়াও প্রতিবেদনটিতে একটি বড় দালাল চক্র এই ঘৃণিত কাজ কিভাবে, কোন পদ্ধতিতে করছে সেটা তুলে ধরা হয়েছে। এবং এই সকল দালাল চক্রের সদস্যরা আটক হলেও রহস্যজনক কারণে পুলিশ সাধারণ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করছে আর এতে করে তারা খুব সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আর এই সকল ঘৃণিত অপরাধ মূলক কর্মকান্ডে কিছু অসাধু পুলিশেরও যোগসাজেস আছে বলেও প্রতিবেদনটিতে দেখানো হয়েছে।

নারী বেচাকেনার ভয়ংকর হাটের বাস্তব ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন..

না দেখে বিশ্বাস করি না বলা অযৌক্তিক ও অবৈজ্ঞানিক

– লিখেছেনঃ বিন রফিক

জ্ঞানী মানুষও চিন্তার সংকীর্ণতার কারণে কীভাবে মূর্খের মতো আচরণ করতে পারে তার একটা উদাহরণ হলো শিরোনামে দেওয়া বক্তব্য। উনারা বলে থাকেন ইসলাম কি আজব আজব কথাবার্তা বলে। কি নাকি বেহেশত, দোজখ, জিন, ফেরেশতা আছে। এসব কি কেউ কখনো দেখেছে?
গতকাল স্টুডেন্টকে পড়াতে গিয়ে এ চিন্তার অসারতার নতুন একটা দিক খুঁজে পেলাম। যখন বলছিলাম একটা বস্তুকে উপরে ছেড়ে দিলে নিচে নামে কেন। কারণ পৃথিবীর অভিকর্ষ। নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী প্রত্যেক বস্তুই একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এমনকি দুটো কলম পাশাপাশি রেখে দিলেও এরাও আসলে পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু আকর্ষণের পরমিাণ অনুভূত হবার চেয়ে অনেক কম হওয়ায় দেখা যায়না বা বোঝাই যায়না। তাই বলে কি তাদের আকর্ষণ মিথ্যা????!!!!

gravitation
বিজ্ঞানে এমন আরো অসংখ্য উদাহরণ আছে যা না দেখে বিশ্বাস করতে হয়। যেমন অদৃশ্য রশ্মি ও তরঙ্গ।  তরঙ্গদৈর্ঘ্য ৩৯০ থেকে ৭৫০ মি.মিটারের মধ্যে না থাকলে রশ্মি দেখা যাবেনা।
আর কৃষ্ণগহবর জিনিসটাই হলো এমন যেখান থেকে কোন আলোক বা বিকিরণ নিঃসৃত হয়না। তাই একে সাধারণত চোখে দেখাই যায়না
অসংখ্য উদাহরণ দেওয়া যায়।
একইভাবে ‘চোখে দেখিনা’ দোহাই দিয়ে কোনভাবেই জান্নাত জাহান্নামকে অস্বীকার করা যায়না। পৃথিবীর অস্তিত্ব যেমন বাস্তব তার চেয়েও বাস্তব পরকাল। পৃথিবীর সকল কাজ-কর্মের প্রতিফল পাবার জন্যে আরেকটা জগত প্রয়োজন যেখানে এখানে না পাওয়া প্রাপ্য সঠিকভাবে ন্যায় বিচারের মাধ্যমে দেওয়া হবে। প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে। যারা মহান কাজ সম্পাদন করেও এখানে পুরস্কার পাননি তাদের পুরস্কৃত করা হবে। যারা একাই অসংখ্য মানুষের ক্ষতিসাধন করেছে তাদের থেকে কড়ায় গন্ডায় হিসেব নেওয়া হবে। একমাত্র পরকালের ভয় আর আল্লাহভীতিই মানুষকে অপরাধ থেকে দূরে রাখতে পারে। যে মনে সে যে করছে তার হিসেব দিতে হবে আর যে উল্টোটা মনে করছে দুজনের কাজের প্রকৃতি একই হওয়া সম্ভব নয়।প্রথমজন অবশ্যই অন্যের জন্যে ও সমাজের জন্যে ক্ষতিকর কাজ এড়িয়ে যাবে।
এছাড়া যে আল্লাহ কুরআনে এত সুন্দর গুছিয়ে মানবজীবনের সব বিষয় আলেঅচনা করেছেন, সমাধান দিয়েছেন নির্ভুল অসংখ্য বৈজ্ঞানিক তথ্য দিয়েছেন তাঁর আর একটি কথা পরকালের ব্যাপারে সেটা বিশ্বাস না করাই অস্বাভাবিক।
যে মুহাম্মাদ সা. জীবনে মিথ্যা বলেনি, বানিয়ে কোন কথা বলেননি যার সাক্ষ্য তাঁর ঘোর বিরোধীরাও দিত তিনি পরকালের ব্যাপারে উদ্ভট একটা কথা বলেছেন এটা মেনে নেওয়াও হাস্যকর ও অযৌক্তিক।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও লটারির ড্র ৬ অক্টোবর

simtex-industries-ipo-lottery-result

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লটারি ড্র অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর মঙ্গলবার। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, কোম্পানিটি প্রাথমিক শেয়ারহোল্ডার নেওয়ার জন্য গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবদেন গ্রহণ করে। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় নির্ধারণ করা হয়।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লিমিটেডের ১৬ দশমিক ৫১ গুণ আবেদন জমা পড়েছে। ৬০ কোটি টাকার বিপরীতে ৯৯০ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকার আবেদন জমা পড়েছে।

পোস্ট ইস্যু ম্যানেজার সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি প্রাথমিক শেয়ারহোল্ডার নেওয়ার জন্য গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবদেন গ্রহণ করে। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় নির্ধারণ করা হয়।

নির্ধারিত সময়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন আসে ১০ লাখ ৫৯ হাজার ২৪১টি, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে আসে ৩৯ হাজার ৫৩৮টি, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে আসে ১ লাখ ২৩ হাজার ৭২৪টি এবং মিউচ্যুয়াল ফান্ডের আবেদন পড়ে ৩৬টি। সব মিলিয়ে টাকার পরিমাণ ৯৯০ কোটি ৭০ লাখ ২০ হাজার।

কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে ৬০ কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ হিসেবে কোম্পানির আইপিওতে আবেদন পড়েছে ১৬ দশমিক ৫১ গুণ।

এর আগে, বিএসইসির ৫৫৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা ।

জানা গেছে, কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

মুসলিম রোগী দেখতে দেখতে ইসলাম গ্রহণ

Dr-U.S.-Orivia

সম্প্রতি মার্কিন শিশু ও নারী বিশেষজ্ঞ ডা. ইউএস অরিভিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের ইসলাম গ্রহণ প্রসঙ্গে ডা. অরিভিয়া বলেন, আমি আমেরিকার একটি হাসপাতালে নারী ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করি। একদিন হাসপাতালে এক আরব মুসলিম নারী এলেন বাচ্চা প্রসবের জন্য। প্রসবের পূর্বমুহূর্তে তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। প্রসব মুহূর্ত ঘনিয়ে এলে তাকে জানালাম, আমি বাসায় যাচ্ছি, আর আপনার বাচ্চা প্রসবের দায়িত্ব অর্পণ করে যাচ্ছি অন্য এক ডাক্তারের হাতে। মহিলা হঠাত্ কাঁদতে লাগলেন, দ্বিধা ও শঙ্কায় চিত্কার জুড়ে দিলেন, ‘না না, আমি কোনো পুরুষ ডাক্তারের সাহায্য চাই না। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। এ অবস্থায় তার স্বামী আমাকে জানালেন, সে চাইছে তার কাছে যেন কোনো পুরুষের আগমন না ঘটে। কারণ সে সাবালক হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত তার আপন বাপ, ভাই ও মামা প্রভৃতি মাহরাম পুরুষ ছাড়া অন্য কেউ তার চেহারা দেখেনি। আমি হেসে উঠলাম, তারপর চরম বিস্ময় নিয়ে তাকে বললাম, অথচ আমি কিনা এমন এক নারী আমেরিকান হেন কোনো পুরুষ নেই, যা তার চেহারা দেখিনি। অতঃপর আমি তার আবেদনে সাড়া দিলাম।
বাচ্চা প্রসবের পরদিন আমি তাকে সাহস ও সান্ত্বনা দিতে এলাম। পাশে বসে তাকে জানালাম, প্রসব-উত্তর সময়ে দাম্পত্যমিলন অব্যাহত রাখার দরুন আমেরিকায় অনেক মহিলা অভ্যন্তরীণ সংক্রমণ এবং সন্তান প্রসবঘটিত জ্বরে ভোগেন। অতএব আপনি এ সম্পর্ক স্থাপন থেকে কমপক্ষে ৪০ দিন বিরত রাখবেন। এ ৪০ দিন পুষ্টকর খাদ্য গ্রহণ ও শারীরিক পরিশ্রম থেকে দূরে থাকার গুরুত্বও তুলে ধরলাম তার সামনে। এটা করলাম আমি সর্বশেষ ডাক্তারি গবেষণার ফলাফলের নিরিখে।
অথচ আমাকে হতভম্ব করে দিয়ে তিনি জানালেন, ইসলাম এ কথা বলে দিয়েছে। প্রসব-উত্তর ৪০ দিন পবিত্র হওয়া অবধি ইসলাম স্ত্রী মিলন নিষিদ্ধ করেছে। তেমনি এ সময় তাকে নামাজ ও রোজা থেকেও অব্যাহতি দিয়েছে।
এ কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বিস্ময়ে বিমূঢ় হলাম। তাহলে আমাদের এত গবেষণা আর এত পরিশ্রমের পর কেবল আমরা ইসলামের শিক্ষা পর্যন্ত পৌঁঁছলাম! আরেকদিন এক শিশু বিশেষজ্ঞ এলেন নবজাতককে দেখতে। তিনি শিশুর মায়ের উদ্দেশে বললেন, বাচ্চাকে যদি ডান কাতে শোয়ান তবে তা শিশুর স্বাস্থ্যের জন্য ভালো। এতে করে তার হৃদস্পন্দন স্বাভাবিক থাকে। শিশুর বাবা তখন বলে উঠলেন, আমরা সবাই সর্বদাই ডান পাশ হয়ে ঘুমাই। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এ কথা শুনে আমি বিস্ময়ে থ হয়ে গেলাম! এই জ্ঞান লাভ করতে আমাদের জীবনটাই পার করলাম আর সে কি-না তার ধর্ম থেকেই এ শিক্ষা পেয়ে এসেছে! ফলে আমি এ ধর্ম সম্পর্কে জানার সিদ্ধান্ত নিলাম। ইসলাম সম্পর্কে পড়াশোনার জন্য আমি এক মাসের ছুটি নিলাম এবং আমেরিকার অন্য শহরে চলে গেলাম, যেখানে একটি ইসলামিক সেন্টার আছে। সেখানে আমি অধিকাংশ সময় নানা জিজ্ঞাসা আর প্রশ্নোত্তরের মধ্যে কাটালাম। আরব ও আমেরিকার অনেক মুসলমানের সঙ্গে ওঠাবসা করলাম। আলহামদুলিল্লাহ এর কয়েক মাসের মাথায় আমি ইসলাম গ্রহণের ঘোষণা দিলাম।

নীরব ঘাতক ব্রেন স্ট্রোক: লক্ষণ ও প্রতিরোধের উপায়

Scanning of a human brain by X-rays

সাদিয়া আফরিন

স্ট্রোক হলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আসলে স্ট্রোক হলেই যে মস্তিষ্কে রক্তক্ষরণ হবে এমন নয়। নীরব স্ট্রোক হতে পারে। এই নীবর স্ট্রোককে বলা হয়ে থাকে ব্রেন এ্যাটাক। স্ট্রোক বা মস্তিস্কে রক্তক্ষরণ বা ব্রেন এ্যাটাক নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব একটা স্বচ্ছ ধারণা নেই। অনেকে মনে করেন স্ট্রোক হচ্ছে হার্ট এ্যাটাকের অপর নাম। এমনকি অনেক চিকিৎসকও বলে থাকেন স্ট্রোক হলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আসলে স্ট্রোক হলেই যে মস্তিষ্কে রক্তক্ষরণ হবে এমন নয়।

লক্ষণ
• হাত-পায়ে অবশ ভাব
• জুতোর ফিতে বাঁধতে সমস্যা
• মুখের অসাড়তা, কথা জড়িয়ে যাওয়া
• বেসামাল হাঁটা-চলা
• ঘাড়ে-মাথায় যন্ত্রণা, বমি, সংজ্ঞা হারানো

প্রতিরোধ
• নিয়মিত রক্তচাপ পরীক্ষা
• ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ
• ডাক্তারের কথা মেনে নিয়ম করে হাঁটা
• খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন
• ওজন নিয়ন্ত্রণ

নীরব স্ট্রোক বা silent স্ট্রোক হতে পারে। এই নীবর স্ট্রোককে বলা হয়ে থাকে ব্রেন এ্যাটাক। এ ক্ষেত্রে রক্তনালী সরু হয়ে রক্তাচলাচল ব্যহত হয় অথবা রক্তনালীতে রক্ত জমাট বেধে রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে। ধূমপান ছেড়ে দিলে এসব রোগী স্বাভাবিক হতে শুরু করেন। এ ধরনের স্ট্রোক হয়ে থাকে শতকরা ৮০ ভাগ এবং মস্তিষ্কের রক্তনালী দিয়ে গিয়ে রক্তক্ষরণজনিত স্ট্রোক হয় শতকরা ২০ ভাগ ক্ষেত্রে। সাধারণত উপসর্গ বিহীন স্ট্রোক বা নীরব স্ট্রোকের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি প্রাথমিক অবস্থায় তেমন কিছু বুঝতে পারেন না। এমনকি নীরব স্ট্রোকের ক্ষেত্রে অসংলগ্ন হার্ট বিট বা ঘাড়ের রক্তনালীর শব্দ অনেক সময় চিকিৎসক এড়িয়ে যান অথবা শনাক্ত করতে পারেন না কিন্তু পরীক্ষায় প্রাথমিক স্ট্রোক শনাক্ত হয়। বিশেষজ্ঞদের মত নীরব স্ট্রোকের ক্ষেত্রে উপসর্গ আক্রান্ত হবার ২৪ ঘণ্টার মধ্যে চলে যায় কিন্তু স্ট্রোক হলে ২৪ ঘণ্টার মধ্যে উপসর্গ যায় না। এমনকি উপসর্গ দীর্ঘ সময় থেকে যেতে পারে।

স্ট্রোকের জন্য যারা ঝুঁকিপূর্ণ
১. যাদের রক্তচাপ ১২০/৮০-এর চেয়ে বেশি
২. ধূমপায়ী
৩. যাদের ডায়াবেটিস রয়েছে এবং রাতে ঘুমের সমস্যা হয়। এছাড়া যাদের রক্তে হোমোসিসটিনের মাত্রা বেড়ে যায়।
৪. যাদের হিপের পরিমাপ কোমরের পরিমাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং রক্তে সি-রিঅ্যাকটিভ প্রোটিনের মাত্রা বেশি।
৫. যাদের দৈনিক ২০ মিনিট সাঁতার কাটা অথবা দৌঁড়ানোর অভ্যাস নেই।
৬. যারা মদ্যপান করেন।
৭. যাদের পিতা-মাতা বা ভাই-বোন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
৮. যারা মাসে একবার মাছ আহার করেন না, সবজিও শস্যকণা কম আহার করেন এবং যারা খাবারে বাড়তি লবণ খান। যারা নিয়মিত দাঁতের পরিচর্যা করেন না। যারা মুক্ত বাতাসে ভ্রমণ করেন না। যাদের আলসার আছে। যারা অবিবাহিত। যারা বেশি হতাশায় ভোগেন এবং যারা ক্রোধ সংবরণ করতে পারেন না। স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা পাবার উপায় বিশেষজ্ঞরা শুধু স্ট্রোকের ঝুঁকির কথা বলেননি।

স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য করনীয়
১. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
২. ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপায়ীর মস্তিষ্কের রক্তনালী সরু হয়ে নীরব স্ট্রোকের সৃষ্টি করতে পারে।
৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।
৪. শরীরের বাড়তি ওজন কমাতে হবে।
৫. নিয়মিত ব্যায়াম অথবা সাঁতার কাটতে হবে।
৬. মদ্যপান ছেড়ে দিতে হবে।
৭. কম চর্বিযুক্ত খাবার আহার করতে হবে।
৮. মানসিক চাপ লাঘব ও রাতে পরিমিত ঘুমাতে হবে।
৯. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

ধূমপান নিয়ে উদ্বেগজনক তথ্য বিশেষজ্ঞদের মতে ধূমপান শুধু স্ট্রোকের জন্য ঝুঁকিপূর্ণ তাই নয়, ধূমপায়ীদের কোলন ক্যান্সারের ঝুঁকি ২০০০ ভাগ, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি ১২০০০ ভাগ এবং স্ট্রোকের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৮ ভাগ বেশি বলে তথ্য দিয়েছেন। তবে আশার কথা হচ্ছে যাদের নীরব স্ট্রোক হয়েছে তারা যদি ধূমপান ছেড়ে দেন তবে স্ট্রোকের তীব্রতা কমতে সহায়ক হতে পারে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা

Argentina-at-top-of-FIFA-world-rankings

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। তবে পিছিয়ে গেছে নেইমারের দেশ ব্রাজিল। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বেলজিয়াম।

দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে কলম্বিয়া।

পাঁচ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে স্পেন। দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল। এছাড়া অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে রয়েছে ওয়েলস, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি ও ইংল্যান্ড।

সর্বশেষ ঘোষিত ফিফা র‌্যাঙ্কিংয়ে নয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮২ নম্বরে রয়েছে মামুনুল বাহিনী।